valo laglo
গ্রাফিক্স, ওয়েব কিংবা অন্য যেকোন ডিজাইনের জন্য ভেক্টর আর্ট অনেক গুরুত্বপূর্ণ উপাদান। ডিজাইনের প্রয়োজনে কমবেশি সব ডিজাইনার কে ভেক্টর আর্ট নিয়ে কাজ করতে হয়। আমরা সচরাচর ভেক্টর আর্টের জন্য গুগলের সাহায্য নিলেও অনেক সময় চাহিদা অনুযায়ী ভেক্টর আর্ট খুজে পাইনা। তাই আজ আমি আপনাদের মাঝে ১৯ টি ওয়েবসাইট শেয়ার করবো যেখানে সহজেই পছন্দসই ভেক্টর আর্ট পেয়ে যাবেন আশা করি। এই সাইট গুলাতে ফ্রি ভেক্টর এর পাশাপাশি চাইলে পেইড ভেক্টর ও কিনে ব্যবহার করতে পারবেন।
Stockio তে প্রায় ৩,০০০ ফ্রি ভেক্টর আর্ট রয়েছে। এছাড়া আইকন, ভিডিও, ফন্টের জন্য আলাদা ক্যাটাগরি রয়েছে। এসব ক্যাটাগরিতে বিভিন্ন ধরণের স্টাইল, প্যার্টান, লেবেল এবং ইনফোগ্রাফিক্স অন্তর্ভুক্ত। ভেক্টর ফাইলগুলো বিভিন্ন ফরম্যাটে (AI/EPS/JPG) পাওয়া যায়। ডাউনলোড করতে সাইন ইন বা ক্যাপচা পূরণ করার প্রয়োজন হয়না।
Vector.Me এই সাইটে প্রায় ৩ লক্ষ ভেক্টর ইমেজ পাওয়া যাবে যা সম্পূর্ণ বিনামূল্যে। ব্যক্তিগত ডিজাইন বা কমার্শিয়াল কাজে এই ইলিমেন্টস গুলো ব্যবহার করতে পারবেন। এখানে লোগো ও আইকন পৃথকভাবে খুঁজে পেতে আলাদা আলাদা সেকশনে ভাগ করা হয়েছে।
ডিজাইনের কাজে ব্যবহারের জন্য প্রয়োজনীয় সকল ফ্রি ভেক্টর খুঁজে পেতে Freepik সাইটের কোনো জুড়ি নেই। ফ্রি ভেক্টর আর্ট, ইলাস্ট্রেশন, আইকন, PSD ফাইল প্রভৃতি ডাউনলোডের জন্য Freepik এর কোনো তুলনা নেই। প্রায় দশ লক্ষ ফ্রি ভেক্টর ও ইমেজ পাওয়া যাবে এখানে। আর আর এই ফাইলগুলো AI, EPS কিংবা SVG ফরম্যাটে ডাউনলোড করা যাবে।
উন্নত মানের ভেক্টর আর্টের জন্য বলা চলে এ ওয়েবসাইটটি সেরা। এখানে হাজার হাজার ভেক্টরন ফ্রি’তে পাওয়ার পাশাপাশি বিভিন্ন ফ্রি ফটোশপ ব্রাশ, অ্যাকশন, ফটোগ্রাফি ও ফন্টের এক চমৎকার সংগ্রহ আছে। এছাড়াও এখানে ইলাস্ট্রেটরে ব্যবহারের জন্য অনেক ভেক্টর ইলিমেন্ট, ভেক্টর ইমেজ পাওয়া যাবে। ব্যক্তিগত এবং কমার্শিয়াল কাজে এই ইলিমেন্টস গুলো ব্যবহার করতে পারবেন।
BrandEPS সেরা ব্র্যান্ড লোগো ও আইকনের জন্য বিখ্যাত। এখানে প্রায় ৯০০০ ব্র্যান্ড লগো এবং ৩০০০ ব্র্যান্ড আইকন পাবেন। জরুরী কাজে ইন্সট্যান্ট যদি কোন লোগোর দরকার পড়ে তবে আপনি এখান থেকে নিতে পারবেন। SVG, JPG কিংবা PNG যেকোনো ফরম্যাটের ইমেজ পাওয়া যাবে এখানে।
Flaticon কে ফ্রি ভেক্টর আইকন ডাউনলোডের জন্য একটি সমুদ্র বলা যায়। এখানে প্রায় ৬,৫০,০০০ এর অধিক ফ্রি ভেক্টর আইকন রয়েছে। PNG, SVG, EPS, PSD ছাড়াও বিভিন্ন ফরম্যাটে আপনি এসব ভেক্টর আইকন ডাউনলো করতে পারবেন।
এই সাইটে প্রচুর পরিমানে ফ্রি ভেক্টর আর্ট এর সাথে ডিজাইনে ব্যবহৃত ফন্ট, ব্রাশ, গ্রেডিয়েন্ট, পিএসডি পাবেন। Free Downloads সাইটটির প্রতিটা রিসোর্স বেশ মানসম্পন্ন, তাই নির্দিষ্ট কোনো ভেক্টর খুঁজে পেতে অন্য সাইটে খোজাখুজির সময় বাঁচিয়ে দেয়!
এখানে খুব বেশি ভেক্টর আর্ট না থাকলেও যে কয়টা পাওয়া যাবে তার সবগুলোই বেশ উন্নতমানের এবং সেরা। এখানে প্রায় ১৫০০ এর অধিক ভেক্টর আর্ট পাবেন যা ডিজাইনাররা তাদের ব্যক্তিগত ডিজাইনের কাজে ব্যবহার করতে পারবেন। কিন্তু কমার্শিয়াল কাজে ব্যবহার করার আগে অবশ্যই Vector4Free এর শর্তাবলি ভালোভাবে পড়ে নিন!
Spoon Graphics এটি মূলত একটি ব্লগ সাইট, এই ব্লগে ফ্রি ভেক্টর আর্ট পাওয়ার পাশাপাশি প্রচুর তথ্যবহুল আর্টিকেল পাওয়া যাবে। তাই তথ্য পাওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণের ভেক্টর রিসোর্সের জন্য এই সাইটে ঢুঁ মারতে পারেন।
যেসব ডিজাইনার ভেক্টর আর্ট ও ডিজাইন ভালবাসে এবং তাদের কাজ গুলো অন্যদের সাথে শেয়ার করে তারা মূলত এই ওয়েবসাইট বেশি ব্যবহার করে। প্রতিদিনই এখানে নতুন নতুন ভেক্টর যুক্ত হয় এবং নতুন ফাইলগুলো ব্যবহারকারীদের সুবিধার জন্য উপরের দিকেই প্রদর্শিত করা হয়। এগুলো ব্যক্তিগত ব্যবহারের পাশাপাশি কমার্শিয়াল কাজেও ব্যবহার করা যায়। এই সাইটে কোন ফাইল ডাউনলোড করার জন্য সাইন ইন করার প্রয়োজন হয়না তবে ডাউনলোডের পূর্বে ৫ সেকেন্ডের অ্যাড দেখাবে।
এই সাইটে প্রায় ৭০০0 আইকন প্যাক রয়েছে। এই সব রিসোর্স একদম ফ্রি’তে ব্যবহার করা যাবে তবে প্রতিটি আইকন ব্যবহারের ক্ষেত্রে এই সাইটের ক্রেডিট দিতে হবে।
এখানে আপনি যেকোনো ভেক্টর আর্ট এর কালার, থিম, জনপ্রিয়তা ও এক্সটেনশন অনুযায়ী খুঁজতে পারবেন। আপনার কাজের মুল্যবান সময় বাঁচাতে এই ওয়েবসাইট বেশ সাহায্য করবে। এখানে রিসোর্স যেমন বেশি সার্চ করাও তেমন সহজ। কোনো অ্যাড ছাড়াই এই সাইটটি আপনি খুব স্বাচ্ছন্দ্যেের সাথেই ব্যবহার করতে পারবেন।
FreeVector প্রায় ১৬০০০ ভেক্টর ফাইল সমৃদ্ধ একটি অসাধারণ ওয়েবসাইট। এখানে ভাল ভাল কাজের আইডিয়া পাওয়া যায়। যারা তাদের নিজস্ব কোম্পানির জন্য লোগো ডিজাইন করতে চান তারা একবার এই সাইটে ঢুঁ মেরে দেখতে পারেন। এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরির ফ্রি ভেক্টর ডাউনলোড করতে পারবেন।
এই ওয়েবসাইটে প্রচুর ফ্রি ভেক্টর আর্ট পাওয়া যায়। ওয়েবের বেশ বড় ও অন্যতম আর্টিস্ট কমিউনিটি এটি। ক্যাটাগরি ও সার্চ ইঞ্জিন থেকে খুব সহজেই যেকোনো ভেক্টর আর্ট ও স্টক ইমেজ ডাউনলোড করা যায়।
লোগো ডিজাইনের জন্য পর্যাপ্ত সাহায্য পেতে এই সাইটে একবার ঘুরে আসতে পারেন। আপনি যদি কর্পোরেট ক্লায়েন্টের জন্য কাজ করে থাকেন এবং অতিরিক্ত সময় ব্যয় না করতে চান তবে Brands of the World সাইটটি আপনাকে বেশ সাহায্য করবে।
এখানে আপনি ফ্রি এবং প্রিমিয়াম উভয় ধরণের ভেক্টর ফাইল পাবেন। ভবিষ্যৎ প্রজেক্ট ও ওয়ার্ল্ড ম্যাপ ভেক্টরের জন্য Vecteezy সাইটের জুড়ি নেই। প্রিমিয়াম ফাইল ডাউনলোডের জন্য প্রতি মাসে ৯ ডলার খরচ করে সদস্য হতে হবে। সদস্য হওয়ার পরে Brusheezy এবং Videezy প্রিমিয়াম এক্সেস পাবেন। Vecteezy তে ডাউনলোড করার আগে আপনি রং, ফন্ট, সাইজ পরিবর্তন এবং কাস্টোমাইজ করে নিতে পারবেন।
এখানে প্রচুর ভেক্টর আর্ট পাওয়া যায় যা আপনি আপনার যেকোন কাজে ব্যবহার করতে পারবেন। ক্যাটাগরি বক্স ও সার্চের সুবিধা থাকায় আপনি যেকোনো ভেক্টর ফাইল খুব সহজেই খুজে ডাউনলোড করতে পারবেন। আর এগুলো ব্যক্তিগত ব্যবহারের পাশাপাশি কমার্শিয়াল কাজেও ব্যবহার করা যাবে।
এই ওয়েবসাইটে ভেক্টর ফাইলগুলো EPS ফরম্যাটে পাওয়া যায়। এখানে খুব সহজেই অ্যাকাউন্ট খুলে এই ফাইলগুলো ফ্রি ডাউনলোড করা যায়।
টি-শার্ট ডিজাইনারদের জন্য এ ওয়েবসাইট বেশ কার্যকরি। এখানে বিভিন্ন টি-শার্ট টেমপ্লেট খুঁজে পাবেন। তাছাড়া ফ্রি টি-শার্ট টেমপ্লেটের পাশাপাশি বিভিন্ন ফ্রি আইকনও পাওয়া যাবে।
দক্ষতা.কম এর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ! আশা করি এই আর্টিকেল/ব্লগ আপনার গ্রাফিক ডিজাইন কাজের ক্ষেত্রে সামান্য হলেও হেল্প করবে। আমাদের এই আর্টিকেল/ব্লগ যদি আপনার ভাল লাগে তাহলে অবস্যই আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করুন। এছাড়াও এই আর্টিকেল/ব্লগ সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট করুন।
valo laglo
Valo laglo
I am komol roy.my village name ujjal kotha
Dec 03, 2019