বর্তমান আমরা আমাদের স্টুডেন্টদের কাজের সুবিদার্থে কোর্সের সাথে প্রায় $1200 ডলার সমমূল্যের প্রিমিয়াম কিছু রিসোর্স (ওয়েব থিম, প্লাগিন, টুলস, সফটওয়্যার ইত্যাদি) ডেভলপার লাইসেন্স সহ ফ্রি গিফট হিসেবে দেওয়া হচ্ছে। তাই দ্রুত কোর্স অর্ডার করে আপনার গিফট নিশ্চিত করুন।
আপনি যদি অনলাইনে ক্যারিয়ার গড়ার ব্যাপারে সিরিয়াস হয়ে থাকেন ! তবে, দক্ষতা.কম আছে আপনার পাশে। আমরা সবসময় চেষ্টা করি যুগ-উপযোগী ও সঠিক প্রশিক্ষণ প্রদান করতে। যেন, একজন শিক্ষার্থী প্রশিক্ষণের পর অনলাইনে সফল ক্যারিয়ার গড়তে পারেন।
একজন বিগেইনার যখন অনলাইনে ক্যারিয়ার গড়তে চায়, তার সব থেকে বেশি প্রয়োজন হয় সঠিক গাইডলাইন ও পর্যাপ্ত সাপোর্ট। তাই কোর্সে এনরোল করা সকল পেইড মেম্বারদের সার্বক্ষনিক লাইভ হেল্প/সাপোর্ট প্রদান করে থাকি আমরা।
মনে রাখবেন, এমন কোন কিছু করে সময় নষ্ট করা যাবেনা, যার কোন ফিউচার নেই। আমরা হয়তো অনেকেই ভূল ভাবে মটিভেট হয়ে, ভূল পথে সময় নষ্ট করছি! যেখানে আজকে হয়তো লোক দেখানো পাঁচ-দশ ডলার ইনকাম হবে, কিন্তু ৬ মাস / ১ বছর পর ঐ কাজের আর ভেলু থাকবেনা। ইদানিং কিন্তু তাই হচ্ছে, আপনি শুধু চারপাশে একটু লক্ষ করুন, হয়তো দেখতে পাবেন।
সেজন্য, “দক্ষতা.কম" চেষ্টা করে প্রুভেন আর্নিং ম্যাথড নিয়ে কাজ করতে।
যেন, আমাদের কোর্স করে একজন বিগেইনার অনলাইন বা অফলাইনে সাকসেস ক্যারিয়ার গড়তে পারেন।
আমরা হয়তো এতোদিন বিভিন্ন ট্রেনিং সেন্টার, ইউটিউব বা অন্যান্য মাধ্যমে ফ্রি ভিডিও/কোর্স দেখে শেখার অনেক চেষ্টা করেছি, কিন্তু আশানুরূপ তেমন কোন রেজাল্ট পাইনি !? এর মেইন কারন হচ্ছে ওরা আপনাকে সঠিক প্রশিক্ষণ/গাইডলাইন দিতে পারেনি। অনলাইনে সফল হওয়ার জন্য যে সব রুলস, গাইডলাইন, স্ট্রাটেজী ; ইত্যাদি বিষয় সমূহ ফলো করতে হয় – সেগুলা তারা আপনাকে শেখায়নি বা তারা নিজেরাই জানেনা।
তাই, সাকসেস পেতে চাইলে এক্সপার্টদের কোর্স করতে হবে। আমাদের মেন্টর “মোঃ তানভীর রাসেল" এই কোর্সে তার পার্সোনাল কাজের স্ট্রাটেজি শেয়ার করেছেন; তিনি নিজে কিভাবে কাজ করেন? কিভাবে সফল হয়েছেন, এছাড়া বিভিন্ন হিডেন ট্রিক্স শেখানো হয়েছে এই কোর্সে।
তানভীর রাসেল সম্পর্কে বিস্তারিতঃ
Fan Page: Tanvir Rasel
YouTube: https://youtube.com/tanvirrasel
সুতরাং, আপনি যদি নিজেকে একজন দক্ষ “গ্রাফিক ডিজাইনার" কিংবা “ডিজিটাল মার্কেটার" হিসেবে গড়ে তুলতে চান,
তবে নিশ্চিন্তে দক্ষতা.কম এর কোর্সে এনরোল করে দেখতে পারেন, ইনশা-আল্লাহ বেটার রেজাল্ট পাবেন !!
✔️ কোর্স প্রাইসঃ ৳4,500/- টাকা (ডিসকাউন্ট প্রাইসঃ 2700/- টাকা)
✔️ যোগাযোগঃ 01309188217
✔️ কোর্স কোয়ালিটি যাচাই করতে এই কোর্সের আরো কিছু ভিডিও ফ্রি দেখুনঃ Watch Now
✔️ “কমপ্লিট গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং" কোর্স সম্পর্কে আরো বিস্তারি জানতে, এবং কোর্সটি অর্ডার করতে ক্লিক করুনঃ CLICK HERE
✔️ কোর্স প্রাইসঃ ৳4,900/- টাকা। (ডিসকাউন্ট প্রাইসঃ 2940/- টাকা)
✔️ যোগাযোগঃ 01309188217
✔️ কোর্স কোয়ালিটি যাচাই করতে এই কোর্সের আরো কিছু ভিডিও ফ্রি দেখুনঃ Watch Now
✔️ “কমপ্লিট সিপিএ অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং মাস্টারক্লাস" কোর্স সম্পর্কে আরো বিস্তারি জানতে, এবং কোর্সটি অর্ডার করতে ক্লিক করুনঃ CLICK HERE
দক্ষতা.কম একটি ই-লার্নিং (অনলাইন ভিত্তিক ট্রেইনিং) প্ল্যাটফর্ম। আমাদের কোর্স করতে আপনাকে কোথাও যেতে হবেনা। কোর্স করা যাবে ঘরে বসে, পৃথিবীর যে কোন প্রান্ত থেকে। আমাদের কোর্স সমূহ অন-ডিমান্ড ভিডিও লেসন ভিত্তিক! অর্থাৎ, প্রতিটি কোর্স স্টেপ-বাই-স্টেপ ভিডিও লেসন আকারে দক্ষতা.কম ওয়েবসাইটে আপলোড করা আছে। কোর্স কিনে আপনি আপনার সুবিধামতো যে কোন সময় (দক্ষতা.কম এ লগিন করে) কোর্স করতে পারবেন। ?️
✅ STEP 1: প্রথমে আপনার পছন্দের কোর্সটি অর্ডার করুন।
✅ STEP 2: আপনার রেজিস্ট্রেশনকৃত Email এবং Password দিয়ে লগিন করে কোর্স স্টার্ট করে দিন।
জ্বি, অবশ্যই সম্ভব! ভিডিও লেসন/টিউটোরিয়াল হচ্ছে একটি ডিজিটাল শিক্ষা মাধ্যম। যদি লক্ষ্য করি, উন্নত বিশ্বে অনেক আগে থেকেই ডিজিটাল শিক্ষা মাধ্যম অত্যন্ত জনপ্রিয়। প্রাতিষ্ঠানিক লেকচার মাত্র একবার শুনে/দেখে শেষ হয়ে যায়, কিন্তু ভিডিও লেসন আপনি আপনার সুবিধা মতো বার বার প্লে করে দেখতে এবং প্র্যাক্টিস করতে পারবেন। আর এভাবে সর্বোচ্চ দক্ষতা অর্জন করা সম্ভব।
এছাড়া যে কোন সমস্যা বা বুঝতে অসুবিধা হলে সার্বক্ষনিক আমাদের হেল্প/সাপোর্ট তো থাকছেই।
আমরা সবসময় চেষ্টা করি যুগ উপযোগী ও সঠিক প্রশিক্ষণ প্রদান করতে, যেন একজন শিক্ষার্থী প্রশিক্ষণের পর ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিংয়ে সফল ক্যারিয়ার গড়তে পারে।
এছাড়া একজন বিগেইনার যখন অনলাইনে ক্যারিয়ার গড়তে চায় তার সব থেকে বেশি প্রয়োজন হয় সঠিক গাইডলাইন ও পর্যাপ্ত সাপোর্ট। সে জন্যই আমরা চেষ্টা করি কোর্সে এনরোল করা সকল পেইড মেম্বার দের যে কোন সমস্যায় Skype, TeamViewer, AnyDesk এর মাধ্যমে লাইভ হেল্প/সাপোর্ট প্রদান করতে। এর বাইরেও সকল পেইড মেম্বার দের জন্য রয়েছে প্রাইভেট অনলাইন সাপোর্ট গ্রুপ।
আপনি দক্ষতা.কম এর যে কোন কোর্সে লাইফটাইম অ্যাকসেস পাবেন এবং সেই কোর্সের পরবর্তী সকল আপডেট সম্পূর্ণ ফ্রি পাবেন। তাই লিমিটেশন এর কোন ভয় নেই, প্রতিটি লেসন লাইফটাইম ও আনলিমিটেড বার দেখা যাবে।
এছাড়া কোর্স সম্পর্কিত যে কোন সমস্যায় লাইফটাইম হেল্প/সাপোর্ট পাবেন।
আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন যারা কাজের চাইতে অপ্রয়োজনীয় কথা বেশি বলে এবং ভিডিও গুলোকে অহেতুক লেন্দি করে ফেলে, যা অনেকের কাছে বিরক্তির কারন। আবার দেখা যায়, যে বিষয় একটা লেসন এ কমপ্লিট করা সম্ভব, তা না করে ভিডিওর সংখ্যা বৃদ্ধি করার জন্য ছোট ছোট করে অনেক গুলো ভিডিও লেসন তৈরি করে থাকে।
কিন্তু দক্ষতা.কম সম্পূর্ন বিপরীত, আমরা আমাদের ভিডিও লেসন গুলোতে সবসময় চেষ্টা করি, একটি কাজের সঠিক ও উত্তম পদ্ধতি সমূহ আলোচনা করতে, এবং অত্যন্ত সহজ ভাবে বোঝানোর চেষ্টা করে থাকি। আমরা আপনার সময়ের মূল্য বুঝি আর তাই অপ্রয়োজনীয় বিষয়ে বার্তি কথা বলে সময় নষ্ট করিনা।
আমাদের কোর্স করার জন্য আপনাকে নির্দিষ্ট কোন বিষয়ে ডিগ্রি ধারি হতে হবেনা। যে কেউ আমাদের কোর্স করতে পারবেন। তবে কম্পিউটার, ইন্টারনেট সম্পর্কে আপনার প্রাথমিক ধারণা থাকতে হবে।
জ্বি না, আমরা কখনো কাওকে ইনকামের গ্যারান্টি দেইনা। দক্ষতা.কম আপনাকে পরিপূর্ন কাজ শিখাবে, আপনার কাজের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে এবং সঠিক গাইডলান প্রদান করবে, কিন্তু ইনকাম মূলত নির্ভর করে স্টুডেন্টদের কাজের দক্ষতার উপর। আমরা হয়তো বিভিন্ন যায়গায়/বিজ্ঞাপনে দেখে থাকি ১০০% ইনকাম গ্যারান্টি! এ বিষয়ে দক্ষতা.কম এর মতামত হচ্ছে, এটি একটি সূক্ষ্ম প্রতারনা! তারা মূলত আপনাকে মিথ্যা প্রলোভন দেখিয়ে আকৃষ্ট করার চেষ্টা করছে।
.
একটু চিন্তা করে দেখুন তো কাজ করবেন আপনি, এখানে আমরা কিভাবে আপনাকে ইনকাম গ্যারান্টি দিব? হ্যা, আমরা আপনাকে সঠিক গাইডলাইন দিতে পারি, প্রয়োজনীয় সাপোর্ট দিব এবং নির্দিষ্ট কাজে দক্ষ করে গড়ে তোলার চেষ্টা করব, কিন্তু ইনকামের জন্য নিজেকে পরিশ্রম করতে হবে, সঠিক ভাবে দক্ষতার সাথে কাজ করতে হবে, শুধু কোর্স কিনলেই ইনকাম শুরু হয়ে যাবেনা! কোর্সের ইন্সট্রাকশন ফলো করতে হবে সেই অনুযায়ী কাজ করতে হবে।
.
যারা ইনকাম গ্যারান্টি খোজে তাদের জন্য ছোট্ট একটা উদাহরণঃ
আপনি যখন স্কুল/কলেজে পড়াশোনা করেছেন আপনার ক্লাসের সবার রোল নম্বর কি ১ ছিল? নিশ্চয় না? যে পড়াশোনা ভাল করেছে, পরিশ্রম করেছে তার রেজাল্টই নিশ্চয় ভাল হবে? কিন্তু স্যার তো ক্লাসে সবাইকে সমান ভাবে পড়িয়েছে তবু সবার রোল ১ হলোনা কেন? এরপর পড়াশোনা শেষ করে ক্লাসের সবাই কি চাকরি পেয়েছে? নিশ্চয় না? যে যোগ্য মেধাবী সেই চাকরি পেয়েছে। তো স্কুল/কলেজে ভর্তি হওয়ার সময় আপনি আপনার ক্লাসের স্যার কিংবা প্রতিষ্ঠানের কাছে কোন গ্যারান্টি চেয়েছিলেন? পড়াশোনা শেষ করে নিশ্চিত আপনি চাকরি পাবেন, তারা কি এমন কোন গ্যারান্টি দিয়েছিল?
আশা করি আপনি আপনার প্রশ্নের উওর পেয়েছেন। ধন্যবাদ…!
.
নোটঃ আপনি এটা জেনে খুশি হবেন যে, দক্ষতা.কম এর কোর্স এবং গাইডলাইন ফলো করে বর্তমানে আমাদের অনেক স্টুডেন্স অনলাইনে সফল ক্যারিয়ার গড়তে পেরেছে এবং তারা নিয়মিত ইনকাম করছে ।
জ্বি না, কারো সাথে শেয়ারে কোর্স কিনা যাবেনা। আপনি যখন কোর্স কিনবেন সেই কোর্সের অ্যাকসেস শুধুমাত্র (এক জনকে) আপনাকেই দেওয়া হবে। আপনি আপনার ইউজার আইডি/পাসওয়ার্ড কারো সাথে শেয়ার করতে পারবেন না, যদি করেন তাহলে আপনার অ্যাকাউন্ট স্থায়ী ভাবে সাস্পেন্ড করা হবে। আমরা আমাদের সফটওয়্যার থেকে নিয়মিত এই বিষয় গুলো ট্র্যাক করে থাকি।
জ্বি না, আপনি আমাদের কোর্সের কোন ভিডিও ডাউনলোড করতে পারবেন না। আমাদের সব গুলো ভিডিও কপিরাইট এবং ডাউনলোড প্রটেক্টেড। যেহেতু আপনি কোর্সের আনলিমিটেড ও লাইফটাইম অ্যাকসেস পাচ্ছেন সেজন্য ভিডিও ডাউনলোড করে রাখার প্রয়োজন হবেনা। আপনি ইচ্ছে করলে যে কোন সময় লগিন করে একটি ভিডিও বারবার (আনলিমিটেড) দেখতে পারবেন।
দক্ষতা.কম এর সকল কোর্স/ভিডিও লেসন বাংলাদেশ সরকার কর্তৃক প্রনীত কপিরাইট আইন দ্বারা নিবন্ধিত। কোন অবস্থাতেই কোর্সের কোন ভিডিও লেসন বা অংশবিশেষ কপি করা, সোশ্যাল মিডিয়াতে আপলোড করা, বন্ধুর সাথে শেয়ার করা কিংবা টাকার বিনিময়ে পুনরায় বিক্রি করা যাবেনা। কারো বিরুদ্ধে এমন কোন তথ্য পাওয়া গেলে, বিনা নোটিশে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় কপিরাইট আইন ও আইন লঙ্ঘনের শাস্তি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুনঃ http://copyrightoffice.gov.bd
দক্ষতা.কম থেকে কোর্স অর্ডার পদ্ধতি অত্যন্ত সহজ। প্রথমে আপনি যে কোর্স অর্ডার করবেন সেই কোর্সটি ওপেন করুন এরপর Buy Now বাটনে ক্লিক করে পরবর্তি ধাপ গুলো অনুসরণ করুন। এবং সব শেষে bKash/Rocket এর মাধ্যমে কোর্স ফি পরিশোধ করে অর্ডার সম্পূর্ন করুন।
কিভাবে কোর্স অর্ডার করবেন বিস্তারিত জানতে এই ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেনঃ CLICK HERE