fbpx

Privacy Policy

আমাদের ওয়েবসাইটঃ http://dokkhota.com


আমরা কি ধরনের তথ্য সংগ্রহ করবোঃ
আপনি আপনার ব্যক্তিগত তথ্যাবলি প্রদান না করেও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। তবে আপনি যদি আমাদের কোন সেবা গ্রহন করেন কিংবা প্রকাশিত কোন কোর্স বা ব্লগে রিভিউ/মন্তব্য প্রদান করতে চান অথবা কোন কোর্সে এনরোল করতে চান, তবে আপনাকে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য আপনার কিছু তথ্য আমরা সংগ্রহ করবো। যেমনঃ নাম, ঠিকানা, পেশা, মোবাইল নাম্বার, ই-মেইল অ্যাড্রেস, ফেসবুক প্রোফাইল লিংক, ইউটিউব চ্যানেল লিংক (যদি থাকে)। এছাড়াও আপনি যখন আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন আপনার ডাটা ফেসবুক পিক্সেল ও গুগল এনালিটিক্স এ যাবে।


সংগৃহীত তথ্যের ব্যবহারঃ
আপনার প্রদত্ত তথ্য থেকে গ্রাহক পরিষেবা ও চাহিদা সম্পর্কে জেনে আমরা আরও কার্যকর ভূমিকা পালন করি। তাছাড়া আপনার প্রদানকৃত তথ্য, মোবাইল নাম্বার এবং ই-মেইল অ্যাড্রেস আমরা আমাদের নতুন সেবা সম্পর্কে গ্রাহক কে জানতে, নিয়মিত নিউজ লেটার পাঠাতে এবং প্রশ্নের উওর দিতে ব্যবহার করবো।


ব্রাউজার কুকিজঃ
আমরা আমাদের ওয়েবসাইটে কুকি ব্যবহার করে থাকি, এর মাধ্যমে আমরা আপনার চাহিদা, পছন্দ সম্পর্কে জানার চেষ্টা করি এবং সর্বোচ্চ গ্রাহক পরিষেবা প্রদান করার চেষ্টা করে থাকি। আমরা আপনার পরিচয় বোঝার জন্য এবং আপনার "সাইন-ইন" অবস্থাকে সচল রাখার জন্য কুকি ব্যবহার করি। অধিকাংশ কুকি-ই "সেশন কুকি", অর্থাৎ ওয়েবসাইটে আপনার কাজ শেষ হওয়ার পরে কুকিগুলো মুছে যাবে। আপনার ব্রাউজারে সম্ভব হলে আপনি কুকি বন্ধ করে রাখতে পারেন। কুকিজে কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয় না বা সংরক্ষিত থাকে না।


আপনার তথ্য কিভাবে নিরাপদ রাখা হবেঃ
আমরা আপনার ব্যক্তিগত তথ্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপদ রাখবো। আপনার ব্যক্তিগত কোন তথ্য আপনার অনুমতি ছাড়া কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে শেয়ার করা হবেনা। তবে, দেশের প্রচলিত আইন অনুযায়ী কোন আইনি বাধ্যবাধকতা থাকলে আপনার অনুমিত ছাড়াই সেটি তৃতীয় কোন পক্ষকে সরবরাহ করা হবে।


তৃতীয় পক্ষের লিংক শেয়ারঃ
দক্ষতা.কম ব্লগে মাঝে মাঝে অন্যান্য ওয়েবসাইটের লিংক শেয়ার করা হয়ে থাকে। আপনি যখন এ ধরনের লিংক ব্যবহার করে অন্য কোন ওয়েবসাইট ভিজিট করবেন সে ক্ষেত্রে নতুন ঐ সাইটের গোপনীয়তার নীতিমালা (Privacy Policy) প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে আমাদের কোন দায়দায়িত্ব নেই।


গোপনীয়তার নীতিমালা (Privacy Policy) পরিবর্তন বিষয়েঃ
কোন প্রকার নোটিশ ছাড়া দক্ষতা.কম কর্তৃপক্ষ যেকোনো সময় এই নীতিমালা সংশোধন করতে পারবে। নীতিমালা পরিবর্তনের পর যদি কোনো তথ্য সংগ্রহ করা হয়, তা অবশ্যই পরিবর্তিত নীতিমালার মাধ্যমে পালিত হবে।